Solution
Correct Answer: Option B
হযরত মুহাম্মদ (স:) এর বাণী, কর্ম ও মৌন সম্মতিকে হাদীস বলে। সহিহ আরবি শব্দ, যার বহুবচন হলো সিহাহ (বিশুদ্ধ, নির্ভুল) আর সিত্তা (ছয়) অর্থাৎ সিহাহ সিত্তা অর্থ হলো বিশুদ্ধ ছয়। হাদীসের বিশুদ্ধতম ৬টি গ্রন্থকে একত্রে ‘সিয়া সিত্তাহ' বলে। এগুলো হলো- ১. সহীহ বুখারী, ২. সহীহ মুসলিম, ৩. জামে আত তিরমিযি, ৪. সুনানে আবু দাউদ, ৫. সুনানে নাসাই ও ৬. সুনানে ইবনে মাযাহ ।