আল-কুরআনের কোন সূরার শুরুতে ‘বিসমিল্লাহ’ নেই?
Solution
Correct Answer: Option D
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনে ২৩ বছরের দীর্ঘ পরিসরে অল্প অল্প করে কুরআন অবতীর্ণ হয়। এমনকি একই সুরার বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে অবতীর্ণ হয়। ওহী আসার পর কোন সূরা কোথায় স্থান পাবে তা রাসুল (স:) বলে দিতেন, ওহী লেখকেরা তা সেভাবেই লিখে নিতেন। কিন্তু রাসুল (স:) সূরা তওবার আগে 'বিসমিল্লাহ' লেখার নির্দেশ দেননি। আবার অনেকে সূরা তওবাকে সূরা আনফালের অংশ মনে করে তাই কেউ যদি সূরা আনফালের পরে সূরা তওবা পড়ে তাহলে শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার নেই।