Solution
Correct Answer: Option D
যাকাত শব্দের অর্থ পরিশুদ্ধ করা, বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া। যাকাত একটি অর্থনৈতিক ইবাদত। যাকাত দান করলে সম্পদ কমে না, বরং পরিমাণে বাড়ে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) যাকাতকে ইসলামের সেতুবন্ধন বলেছেন। কোনো স্বাধীন ও প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ নিজ ও নিজের পরিবার- পরিজনের প্রয়োজনীয় বাৎসরিক ব্যয় মেটানোর পর বছর শেষে যদি কমপক্ষে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা তার সমপরিমাণ অর্থ-সম্পদ মজুদ থাকে, উক্ত সম্পদের শতকরা ২.৫% শরীয়তের নির্ধারিত ৮টি খাতে প্রদান করাকে যাকাত বলে । প্রত্যেক 'নিসাব পরিমাণ' সম্পদ থাকলে মুসলমানের উপর যাকাত প্রদান করা ফরজ।