ওশর শব্দের অর্থ হলো এক দশমাংশ। উশর হচ্ছে জমিতে উৎপন্ন ফসলের যাকাত। বৃষ্টি, প্রবাহিত ঝরণার পানি দ্বারা যে ফসল উৎপন্ন হয়, তার উপর ১/১০ ভাগ এবং কৃত্রিম সেচ দ্বারা উৎপন্ন ফসল ১/২০ ভাগ ওশর দেয়া ওয়াজিব ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions