Solution
Correct Answer: Option B
হক আরবি শব্দ, যার অর্থ হলো অধিকার, দাবি। আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করে কিছু দায়িত্ব অর্পণ করেছেন। মানুষের ওপর অর্পিত দায়িত্বকে দুভাগে ভাগ করেছেন।
(১) হাক্কুল্লাহ তথা আল্লাহর হক
(২) হাক্কুল ইবাদ তথা বান্দার হক।
সুরা নিসার ৩৬ নং আয়াতে বলা হয়েছে, তোমরা ইবাদত কর আল্লাহর, তার সঙ্গে কোন কিছুকে শরিক করো না। আর সদ্ব্যবহার কর মাতা পিতার সঙ্গে, নিকট আত্মীয়ের সঙ্গে, ইয়াতিম মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সঙ্গী, মুসাফির এবং তোমাদের মালিকানা ভুক্ত দাস-দাসীদের সঙ্গে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক ও অহংকারী।