গ্রিনিচ শব্দটি কীসের সাথে সম্পর্কিত?
A সময়
B দূরত্ব
C ওজন
D দৈর্ঘ্য
Solution
Correct Answer: Option A
যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচকে মূল মধ্যরেখা ধরে সময়ের হিসাব করা হয়। গ্রিনিচ থেকে পূর্ব দিকের দেশগুলো গ্রিনিচের সময় থেকে ৬ ঘণ্টা এগিয়ে। বাংলাদেশ গ্রিনিচের পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সময়ের সাথে গ্রিনিচের সময় থেকে ৬ ঘণ্টা যোগ করা হয়।