ঘাটতি বাজেট কাকে বলে?

A আয়ের তুলনায় ব্যয় বেশি হলে

B আয়ের তুলনায় ব্যয় কম হলে

C আয় এবং ব্যয় সমান সমান হলে

D কোনটি নয়

Solution

Correct Answer: Option A

বাংলাদেশ বিভিন্ন ধরণের বাজেটঃ
রাজস্ব বাজেট (Revenue Budget): যে বাজেটে সরকারের চলতি বছরের জন্য রাজস্ব আয় ও রাজস্ব ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে। এ বাজেটে ২টি খাত— রাজস্ব আয়ের খাত ও প্রশাসনিক ব্যয়ের খাত

উন্নয়ন বাজেট (Development Budget): যে বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Program) তথা উন্নয়নমূলক কাজের হিসাব অন্তর্ভুক্ত থাকে তাকে উন্নয়ন বাজেট বলে।

উদ্বৃত্ত বাজেট (Surplus Budget) : প্রত্যাশিত ব্যয় অপেক্ষা আয় বেশি হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলে। যেমন: কুয়েত, নরওয়ে, ডেনমার্ক, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশগুলো উদ্বৃত্ত বাজেট প্রণয়ন করে।

ঘাটতি বাজেট (Deficit Budget): প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। যেমন: বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশগুলো ঘাটতি বাজেট প্রণয়ন করে।

সম্পূরক বাজেট (Supplementary Budget): আর্থিক বছরের শেষে সম্পূরক বাজেট করা হয়। অর্থ বছরের শেষে মূল বাজেটের তুলনায় আয় ক্ষেত্রে যে বাজেট করা হয় তাকে সম্পূরক বাজেট বলে।

সংশোধিত বাজেট: বিভিন্ন খাতের আয়-ব্যয়ের সমন্বয় সাধন করে যে বাজেট তৈরি হয় তা Revised Budget.

সুষম বাজেট : বাজেটে প্রত্যাশিত আয়-ব্যায় সমান হলে তাকে সুষম বাজেট বলে।

অসম বাজেট : বাজেটে প্রত্যাশিত আয়-ব্যয় অসমান হলে তাকে অসম বাজেট বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions