সুয়েজ খাল সংযুক্ত করেছে-

A ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে

B ভূ-মধ্য সাগর ও মর্মর সাগরকে

C লোহিত সাগর ও ভূ-মধ্য সাগরকে

D কোনটি নয়

Solution

Correct Answer: Option C

লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে ১৮৫৯ থেকে ১৮৬৯ সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়। খালটি খননে মূল পরিকল্পনাকারী ফরাসি কুটনীতিক ফার্দিনান্দ দে লেসেপস । ১৬৪ কি.মি. দীর্ঘ কৃত্রিম এ খালটিকে Highway of india বলা হয়। সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions