রিখটার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়?
A ভূ-আলোড়নের সংখ্যা
B কম্পন সংখ্যা
C ভূ-কম্পন শক্তি
D ক্ষয়-ক্ষতি মাত্রা
Solution
Correct Answer: Option C
ফলস্বরূপ মাটি কেঁপে ওঠে-যাকে আমরা ভূমিকম্প বলে থাকি। ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্রের নাম রিখটার স্কেল আর ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।