Solution
Correct Answer: Option B
সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে । এ সমাসে কখনো অ-কারান্ত হলে, আ-কারান্ত বা ই-কারান্ত হয়।
যেমন: ত্রি ফলের সমাহার = ত্রিফলা ।
নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুসারে, 'ত্রিফলা' দ্বিগু কর্মধারয় সমাস।