গ্রীন হাউজ কি?

A সবুজ রংয়ের বাড়ী

B গাছের চারাকে তীব্র রোদ থেকে বাঁচানোর ব্যবস্থা

C গাছের চারাকে তীব্র রোদ ও ঠান্ডা এমনকি অতিরিক্ত বাতাসের হাত থেকে বাঁচানোর ব্যবস্থা

D গাছের চারাকে শুধুমাত্র তীব্র ঠান্ডা থেকে বাঁচানোর ব্যবস্থা

Solution

Correct Answer: Option C

- গ্রীন হাউজ (Greenhouse) হলো একটি স্বচ্ছ বা আধা-স্বচ্ছ কাঠামো, যেখানে আলো প্রবেশ করতে পারে কিন্তু তাপ আটকে রাখা হয়।
- এতে গাছের চারা বা সংবেদনশীল গাছগুলোকে নিয়ন্ত্রিত পরিবেশে রক্ষা করা হয়—তীব্র রোদ, ঠান্ডা, অতিরিক্ত বাতাস, এমনকি বৃষ্টিপাত থেকেও।
- এটি চাষাবাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীতপ্রধান অঞ্চলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions