Solution
Correct Answer: Option B
পলিনেশিয়া শব্দের অর্থ অনেক দ্বীপ। পলিনেশিয়া দ্বীপগুলো মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পলিনেশিয়া অঞ্চলের স্বাধীন দেশ- সামোয়া টোঙ্গা, টুভ্যালু। স্বাধীন তিনটি দেশ ব্যতীত পলিনেশিয়া অঞ্চলে বিভিন্ন দেশের অধীন দ্বীপসমূহ- কুক আইল্যান্ডস ও নিও (নিউজিল্যান্ড), ইস্টার দ্বীপপুঞ্জ (চিলি) এবং হাওয়াই (যুক্তরাষ্ট্র)।