Solution
Correct Answer: Option A
- APTA এর পূর্ণরূপ হলো Asia-Pacific Trade Agreement.
- এর প্রতিষ্ঠাতা ESCAP
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টিঃ বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভারত, শ্রীলংকা, লাওয়স
- ১৯৭৫ সালে স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধিত হয়ে APTA হয়।
- এর সদস্য বাংলাদেশ সহ ১০টি দেশ।
দেশগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।