Correct Answer: Option A
যে সমাসে দুই বা ততোধিক পদ মিলিত হয়ে একপদ হয় এবং পূর্বপদ ও পরপদ উভয়েরই প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসে সংযোজক অব্যয় লুপ্ত থাকে। যেমন: লোক ও লস্কর= লোকলস্কর, মা ও বাবা=মা-বাবা, জন ও মানব=জনমানব, আমি, তুমি ও সে=আমরা, জায়া ও পতি=দম্পতি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions