‘রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?

A    জহির রায়হান

B    শিশির ভাদুড়ী

C    শওকত ওসমান

D    মুনীর চৌধুরী

Solution

Correct Answer: Option D

 

রক্তাক্ত প্রান্তর:

মুনীর চৌধুরীর পূর্ণাঙ্গ মৌলিক নাটক দুটি। রক্তাক্ত প্রান্তর (১৯৬২) ও চিঠি (১৯৬৬)। তাঁর নাট্যস্বভাবের দুই বিপরীতমুখী প্রবণতার পরিচয় রয়েছে তাতে। প্রথমটি ট্র্যাজেডি, তার পটভূমি ১৭৬১ সালের পানিপথ-প্রান্তর দ্বিতীয়টি কমেডি, তার পটভূমি ১৯৬২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions