Solution
Correct Answer: Option D
শের শাহ বাংলায় আফগান শাসন প্রতিষ্ঠা করেন।
তার শাসন আমল শূর শাসন নামে পরিচিত। এর সময়কাল
১৫৪০-১৫৫৫। এ শাসনকালে উপমহাদেশে যে সকল প্রথা
প্রচলন করেন- ঘোড়ার ডাক, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ,
কবুলিয়ত ও পাট্টা প্রথা প্রবর্তন।