সাতপুরা পর্বত কোথায় অবস্থিত?

A বাংলাদেশে

B ভারতে

C নেপালে

D ভুটানে

Solution

Correct Answer: Option B

সাতপুরা পর্বতশ্রেণী মধ্য ভারতের একটি পর্বতশ্রেণী। এটি পূর্ব গুজরাতে আরব সাগরের তীর থেকে শুরু হয়ে 
পূর্বদিকে মহারাষ্ট্র ও মধ্য প্রদেশের মধ্য দিয়ে অগ্রসর হয়ে ছত্তিসগড়ে গিয়ে শেষ হয়েছে। 
পর্বতশ্রেণীটি বিন্ধ্য পর্বতশ্রেণীর দক্ষিণে ও সমান্তরালে বিস্তৃত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions