বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী সরকারি ভবনে উত্তোলনের জন্য ব্যবহৃত জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত?
A ১৫"×৯"
B ১০'×৬'
C ১০"×৯"
D ৫'×২'
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার চিত্রশিল্পী কামরুল হাসান ।
- জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
- বাংলাদেশের বর্তমানে জাতীয় পতাকা ১৭ জানুয়ারী ১৯৭২ গৃহীত হয় ।
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ ১০'×৬' ।
- দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ঃ৬(৫ঃ৩)।