মহাকাব্য রচয়িতা হিসেবে উল্লেখযোগ্য-

A মোজাম্মেল হক

B হামিদ আলী

C কায়কোবাদ

D যোগীন্দ্রনাথ বসু

Solution

Correct Answer: Option C

কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম মহাকাব্য ও সনেট রচয়িতা।
তাঁর রচিত গ্রন্থঃ
- বিরহ বিলাপ (১৮৭০) ,
- কুসুম কানন (১৮৭৩),
- অশ্রুমালা (১৮৯৬),
- মহাশ্মশান (১৯০৪),
- শিব-মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১),
- অমিয় ধারা (১৯২৩),
- শ্মশানভষ্ম (১৯২৪),
- মহররম শরীফ (১৯৩৩),
- ‘মহররম শরীফ',
- শ্মশান ভসন (১৯৩৮),
- প্রেমের বাণী (১৯৭০),
- প্রেম পারিজাত (১৯৭০)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions