ভারতের কোন প্রদেশটি চীন তাদের একাংশ বলে দাবি করে?
A অরুণাচল
B মণিপুর
C মিজোরাম
D অযোগ্য
Solution
Correct Answer: Option A
চীন অরুণাচল প্রদেশের প্রায় 90,000 বর্গ কিমি এলাকাকে নিজেদের এলাকা বলে দাবি করে। এটি চীনা ভাষায় এলাকাটিকে "জাংনান" বলে এবং বারবার "দক্ষিণ তিব্বত" এর উল্লেখ করে।