চীনা পরিব্রাজক ফাইয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন?

A ২০১-২১০ খ্রিষ্টাব্দে

B ৪০১-৪১০ খ্রিষ্টাব্দে

C ৭০২-৭০৮ খ্রিষ্টাব্দে

D ৯০৫-৯১৪ খ্রিষ্টাব্দে

Solution

Correct Answer: Option B

ফা-হিয়েন ( ইংরেজি: Fa Xian ,ঐতিহ্যবাহী চীনা: 法顯; সরলীকৃত চীনা: 法显; পিনয়িন: Fǎxiǎn; also romanized as Fa-Hien or Fa-hsien) (৩৩৭ – c. ৪২২ CE) প্রথম চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী, যিনি মধ্য এশিয়া, ভারত ও শ্রীলংকা ভ্রমণ করে সে সম্পর্কে বর্ণনা লিপিবদ্ধ করে যান। এ যাজকের নামের সঠিক উচ্চারণ সম্ভবত ফাজিয়ান এবং তা ফা-সিয়েন হিসেবেও লেখা হয়। শানজি (শানসি)-র অধিবাসী ফা-হিয়েন মাত্র তিন বছর বয়সে বৌদ্ধ সংঘে যোগ দেন। নবব্রতিত্ব লাভ করার পর ফা-হিয়েনের মনে বৌদ্ধ ধর্মের মঠতান্ত্রিক নীতি সম্বলিত গ্রন্থ ‘বিনয় পিটক’-এর সন্ধানে ভারতে আসার ইচ্ছা জাগ্রত হয়। ৩৯৯ খ্রিষ্টাব্দে তিনি যখন ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তখন তাঁর বয়স সম্ভবত ৬৪ বছর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions