তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দলের নাম-
A ফ্রি এন্ড জাস্টিস পার্টি
B এ কে পি
C মুসলিম ব্রাদার হুড
D বাথ পার্টি
Solution
Correct Answer: Option B
-রেজেপ তাইয়িপ এরদোয়ান (তুর্কি: Recep Tayyip Erdoğan; জন্ম: ২৬শে ফেব্রুয়ারি ১৯৫৪) হলেন তুরস্কের ১২তম রাষ্ট্রপতি যিনি ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন। ২০০১ সালে তিনি একে পার্টি (জাস্টিস অ্যান্ড ডেভেলাপমেন্ট পার্টি বা একেপি) প্রতিষ্ঠা করেন।