- রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যুর পর রাজসিংহাসনের দায়িত্ব গ্রহণ করেছেন তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে কমনওয়েলথ যুক্তরাজ্য, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ ৫৪ টি দেশ নিয়ে গঠিত। এটি সর্বপ্রথম ১৯২৬ সালে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ১৯৪৯ সালে। কমনওয়েলথ এর আদি নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন। কমনওয়েলথের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৬ সালে, লন্ডন, যুক্তরাজ্য।।
- ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত কমনওয়েলথের সকল সভা লন্ডনেই অনুষ্ঠিত হতো। কিন্তু পরে সরকার প্রধানদের সভা ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয় এবং স্বাগতিক দেশের সরকার প্রধান ওই সভায় সভাপতিত্ব করেন।
বর্তমান সভার নাম-Commonwealth Heads of Government Meeting (১৯৭১ সালে থেকে)
আগের সভার নাম- Commonwealth Prime Ministers' Conference (১৯৪৯-১৯৭১ সাল আগ পর্যন্ত)