Correct Answer: Option B
কেরোসিন আছে = (৭/১০) x ৬০ লিটার = ৪২ লিটার
পেট্রোল আছে = (৩/১০) x ৬০ লিটার = ১৮ লিটার
ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে।
কেরোসিন এর পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ৪২ থাকবে।
পেট্রল 'ক' গ্রাম যুক্ত করলে নতুন পরিমাণ হবে ১৮+ক গ্রাম
এদের অনুপাত ৪২/(১৮+ক)
প্রশ্নমতে,
৪২/(১৮+ক) = ৩/৭
=> ৫৪ + ৩ক = ২৯৪
=> ৩ক = ২৪০
=> ক = ৮০
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions