পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
Correct Answer: Option B
পুত্রের বয়স x বছর
পিতার বয়স 4x বছর
শর্তমতে,
x + 5 + 4x + 5 = 60
⇒ 5x + 10 = 60
⇒ 5x = 50
∴ x = 10
∴ পিতার বর্তমান বয়স = 4 X 10 বছর = 40 বছর।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions