বঙ্গবন্ধু কেন্দ্রিক একটি উপন্যাস-

A জন্মভূমি

B আগস্টের একরাত

C একদা এক রাজ্যে

D কি চাহ শঙ্খচিল

Solution

Correct Answer: Option B

- সেলিনা হোসেন রচিত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের পটভূমিতে রচিত মানবিক ট্রাজেডির উপাখ্যান 'আগস্টের একরাত' (২০১৩)।
- ১৫ আগস্ট, ১৯৭৫ সালে ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের বিচারে ৬১ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছিলেন।
- সাক্ষীদের এ জবানবন্দি কাহিনীর প্রয়োজনে উপন্যাসজুড়ে ব্যবহৃত হয়েছে।
- ঔপন্যাসিক একদিকে গল্প বানিয়েছেন, অন্যদিকে জবানবন্দি উপস্থাপন করে ঘটনার বিবরণ সংযুক্ত করেছেন।

- মমতাজউদ্দীন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'কি চাহ শঙ্খচিল' (১৯৮৫);
- সৈয়দ শামসুল হক রচিত কাব্য 'একদা এক রাজ্যে' (১৯৬১);
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা 'জন্মভূমি'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions