Solution
Correct Answer: Option A
প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে । চেহারা দেখার জন্য, রোগীর দৃষ্টিশক্তি পরীক্ষার জন্য, পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে, ওভারহেড প্রজেক্টর, লেজার, পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ ব্যবহৃত হয়।