বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না?

A    লাল ও সবুজ

B    লাল ও নীল

C    লাল, নীল ও সবুজ

D    সবুজ ও নীল

Solution

Correct Answer: Option C

'বর্ণান্ধ' রোগটি ব্যক্তিভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেসব বর্ণান্ধ ব্যক্তি লাল রঙ বুঝতে পারে না তাদেরকে বলা হয় প্রোট্যানোপস (Protestants) । যেসব বর্ণান্ধ ব্যক্তি সবুজ ও নীল রঙ আলাদাভাবে বুঝতে পারে না তাদেরকে বলা হয় ট্রিট্যানোপস (Triteness) । আবার যারা লাল, হলুদ ও সবুজ এই তিনটি রঙই বুঝতে পারে না তাদেরকে বলা হয় ডিউটেরোনােপস (Deuteronomy) । অর্থাৎ বর্নাদ্ধ লোকেরা সর্বমোট তিনটি রঙ বুঝতে পারে না ; যথা : লাল , নীল ও সবুজ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions