নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
A অনুচ্ছেদ ২৪
B অনুচ্ছেদ ২৩
C অনুচ্ছেদ ২২
D অনুচ্ছেদ ২১
Solution
Correct Answer: Option C
অনুচ্ছেদ ২১ → নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য।
অনুচ্ছেদ ২২ → নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ।
অনুচ্ছেদ ২৩ → জাতীয় সংস্কৃতি।
অনুচ্ছেদ ২৪ → জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি ।