Solution
Correct Answer: Option D
- মুনীর চৌধুরী রচিত ঐতিহাসিক নাটক ‘রক্তাক্ত প্রান্তর' (১৯৬২)। ১৭৬১ সালের পানিপথের ৩য় যুদ্ধের কাহিনী এর উপজীব্য। নাট্যকার ইতিহাস থেকে এর কাহিনী গ্রহণ করেননি, কায়কোবাদ রচিত ‘মহাশশ্মশান' থেকে এর কাহিনী গ্রহণ করেছেন।
- মহাভারতের দেবযানী-যযাতি উপাখ্যান অবলম্বনে পাশ্চাত্য রীতিতে রচিত পৌরাণিক নাটক ‘শর্মিষ্ঠা' (১৮৫৯)।
- হিন্দুর বাহুবল ও বীরত্ব রূপায়িত করার লক্ষ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন ঐতিহাসিক উপন্যাস ‘রাজসিংহ' (১৮৮২)।
- নবীনচন্দ্র সেন রচিত কাব্যগ্রন্থ ‘পলাশীর যুদ্ধ।