শূন্য মাধ্যমে কোন প্রাচীন সভ্যতা পরস্পরের মধ্যে যোগাযোগ রক্ষা করতে সক্ষম হয়?
A মেসসোপটেমীয় সভ্যতা
B পারস্য সভ্যতা
C ব্যাবিলনীয় সভ্যতা
D মিশরীয় সভ্যতা
Solution
Correct Answer: Option D
আমরা জানি শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। তাই এই মাধ্যমে কেউ কোন কথা শুনতে পাবেনা, কারন শব্দ তরঙ্গ কানে পৌছাতে সক্ষম নয়।
সুতরাং যে সভ্যতার নিজস্ব বর্ণমালা রয়েছে শুধু তারাই পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে সক্ষম।
তাই সঠিক উত্তর হবে-মিশরীয় সভ্যতা।