কাজী নজরুল ইসলামের ‘রিক্তের বেদন' কোন ধরনের রচনা?

A গল্পগ্রন্থ

B কাব্যগ্রন্থ

C উপন্যাস

D নাটক

Solution

Correct Answer: Option A

কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ ‘রিক্তের বেদন’ (১৯২৫)। গল্পগুলোর প্রধান বিষয় প্রেম। এ গ্রন্থের গল্পসমূহ হলো: রিক্তের বেদন, বাউণ্ডেলের আত্মকাহিনী, মেহের- নেগার, সাঁঝের তারা, রাক্ষসী, সালেক, স্বামীহারা, দুরন্ত পথিক। তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ: ‘ব্যথার দান’ (১৯২২), ‘শিউলিমালা’ (১৯৩১)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions