Solution
Correct Answer: Option C
● সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস The Ugly Asian. তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- ‘লালসালু' (১৯৪৮),
- ‘চাঁদের অমাবস্যা' (১৯৬৪),
- ‘কাঁদো নদী কাঁদো' (১৯৬৮),
- How to cook beans.
● আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস ‘চিলেকোঠার সেপাই (১৯৮৭)।
● হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস ‘ময়ূরাক্ষী (১৯৯০)।
● শওকত ওসমান রচিত উপন্যাস ‘জননী' (১৯৫৮)।
উল্লেখ্য, ‘জননী' (১৯৩৫) নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস আছে।