জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়?
A নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী রাষ্ট্র
B পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
C জাতিসংঘের পাঁচটি সংস্থা
D উপরের কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
- ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স) ও জার্মানিকে নিয়ে গঠিত (P5+1) এর সাথে দীর্ঘ আলোচনা-সংলাপ শেষে ২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 'Joint Comprehension plan of Action' স্বাক্ষর করে।
- এ চুক্তির ফলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনে অনুমতি দেয়।
- আর P5+1 সদস্য দেশগুলি ইরানের উপর থেকে পর্যায়ক্রমে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়।
- কিন্তু ৮ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বের হয়ে যায়।