Solution
Correct Answer: Option C
১৪৩০ থেকে ১৭৮৪ সাল পর্যন্ত ২২০০০ বর্গমাইল আয়তনের আরাকান স্বাধীন রাজ্য ছিল। রোহিঙ্গারা ছিল এ রাজ্যের অধিবাসী। ১৭৮৪ সালে বার্মার (মিয়ানমার) আরাকান রাজ্যটি বোদাওফায়া দখল করে বার্মার করদ রাজ্যে পরিণত করে। ১৯৬০ সালে সামরিক জান্তা মিয়ানমারের ক্ষমতা দখলের পর রোহিঙ্গাদের সাংবিধানিক অধিকার বাতিল করে এবং ১৯৮২ সালের ১৫ অক্টোবর মিয়ানমার সরকার যে নাগরিকত্ব আইন প্রকাশ করে সেখানে মিয়ানমারের ১৩৫টি গোত্র নাগরিকত্ব লাভ করলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়।