Solution
Correct Answer: Option C
-সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
-পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।
-সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে।
-যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি। এখানে ব্যাসবাক্য ‘হাতে হাতে যে যুদ্ধ' সংক্ষিপ্ত হয়ে সমস্তপদ ‘হাতাহাতি হয়েছে।