Solution
Correct Answer: Option D
-সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য ‘পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)।
-এর রচনাকাল ১ মে থেকে ১৩ জুন, ১৯৭৫ খ্রিষ্টাব্দে লন্ডনের হ্যাম্পস্টেড শহরে।
-মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা এ নাটকে স্থান পেয়েছে।
-স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজে যে মূল্যবোধের অবক্ষয় দেখাদেয়, তাকে কেন্দ্র করেই আব্দুল্লাহ আল মামুন রচনা করেন ‘সুবচন নির্বাসনে' (১৯৭৪) নাটকটি।
-১৭৬১ সালের পানিপথের ৩য় যুদ্ধের কাহিনীকে উপজীব্য করে মুনীর চৌধুরী রচিত প্রথম নাটক ‘রক্তাক্ত প্রান্তর' (১৯৬২)।
-১৭৮৩ সালের রংপুর-দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ বিরোধী কৃষক নেতা নূরলদীনের সংগ্রাম নিয়ে সৈয়দ শামসুল হক রচিত নাটক ‘নূরলদীনের সারা জীবন' (১৯৮২)।