মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-

A সুবচন নির্বাচনে

B নুরুলদীনের সারা জীবন

C রক্তাক্ত প্রান্তর

D পায়ের আওয়াজ পাওয়া যায়

Solution

Correct Answer: Option D

-সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য ‘পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)।
-এর রচনাকাল ১ মে থেকে ১৩ জুন, ১৯৭৫ খ্রিষ্টাব্দে লন্ডনের হ্যাম্পস্টেড শহরে।
-মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা এ নাটকে স্থান পেয়েছে।
-স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজে যে মূল্যবোধের অবক্ষয় দেখাদেয়, তাকে কেন্দ্র করেই আব্দুল্লাহ আল মামুন রচনা করেন ‘সুবচন নির্বাসনে' (১৯৭৪) নাটকটি।
-১৭৬১ সালের পানিপথের ৩য় যুদ্ধের কাহিনীকে উপজীব্য করে মুনীর চৌধুরী রচিত প্রথম নাটক ‘রক্তাক্ত প্রান্তর' (১৯৬২)।
-১৭৮৩ সালের রংপুর-দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ বিরোধী কৃষক নেতা নূরলদীনের সংগ্রাম নিয়ে সৈয়দ শামসুল হক রচিত নাটক ‘নূরলদীনের সারা জীবন' (১৯৮২)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions