Solution
Correct Answer: Option A
২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ মিছিলে গুলি চালালে রফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকে শহীদ হন। আর নূর হোসেন ১৯৮৭ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন।
● ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন -রফিকউদ্দিন আহমদ
● ভাষা শহীদ আবুল বরকত কে ২০০০ সালে একুশে পদক (মরণোত্তর) দেয়া হয়
● শহীদ আবদুস সালাম পেশায় ছিলেন সরকারের ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন
● ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ আবদুল জব্বার
● ভাষা শহীদ শফিউর রহমান পেশায় ছিলেন ঢাকা হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি
● ভাষা শহীদ আবদুল আউয়াল শহীদ হন -২১ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল হাইকোর্টের সামনে পৌছলে পুলিশ বাহিনীর ট্রাকের চাপায় তাঁর মৃত্যু হয়
● বালক অহিউল্লাহ -মাত্র ৮ বছর বয়সে বছর বয়সে রাষ্ট্রভাষা বাংলার জন্য শহীদ হন
● ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল সাপ্তাহিক সৈনিক পত্রিকা
● ভাষা আন্দোলনের ফলে বাংলা একাডেমি প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়
● দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় -যুক্তরাজ্যের গ্রেট ম্যানচেস্টারের ওল্ডহ্যামের ওয়েস্টহুড নেবারহুডে। (৫ ই অক্টোবর, ১৯৯৭)