Solution
Correct Answer: Option D
প্রদত্ত অপশনের সব শব্দগুলোই verb হিসেবে ব্যবহৃত হয়।
Lose- হারিয়ে ফেলা;
rise- বৃদ্ধি/ বিছানা থেকে ওঠা;
loose- বাঁধনমুক্ত/ বন্ধনমুক্ত করা;
dust- ধূলিকণা/ ধূলি ঝাড়া ।
dust কে noun/verb উভয় হিসবে ব্যাবহার করা যায়, কিন্তু বাকি ৩টি সবগুলো verb. সেই হিসেবে dust কে আমরা উত্তর হিসেবে বিভবেচনা করতে পারি।