নিচের কোনটি আরব লীগের সদস্য রাষ্ট্র নয়?

A ফিলিস্তিন

B ইয়েমেন

C জিবুতি

D ইরান

Solution

Correct Answer: Option D

- ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয়।
- আরব লীগ আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত। 
- উল্লেখ্য, ৭ মে ২০২৩ সিরিয়া পুনরায় আরব লীগের সদস্যপদ ফিরে পায়। 
- বর্তমানে এর সদস্য ২২।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions