'Long Walk to Freedom' কার আত্মজীবনী?
A Indira Gandhi
B Bill Clinton
C Nelson Mandela
D Kailash Satyarthi
Solution
Correct Answer: Option C
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের
অন্যতম পথিকৃৎ নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক গ্রন্থের
নাম Long Walk to Freedom. এটি ১৯৯৪ সালে
প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি ১৯৬৩ থেকে ১৯৯০ সাল
পর্যন্ত দীর্ঘ ২৭ বছরের কারাজীবনের নানা ঘটনাসহ তাঁর
জীবনের নানা দিক তুলে ধরেছেন।