জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Solution
Correct Answer: Option A
● জসীমউদ্দীন রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭)। কাব্যটির ১৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা ‘কবর’, যা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। তিনি কলেজে অধ্যয়নকালে কবিতাটি রচনা করেন, যা তাঁর ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। মাত্রাবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটিতে ১১৮টি পঙ্ক্তি আছে। প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ ‘কবর’ কবিতার মূল বিষয়।
● তাঁর রচিত অন্যান্য বিখ্যাত কবিতা: ‘আসমানী’, ‘রাখাল ছেলে', ‘নিমন্ত্রণ’, ‘মুসাফির’, ‘চাষার ছেলে’, ‘পল্লীজননী ।