Solution
Correct Answer: Option B
● রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রকাশিত ‘শেষলেখা’ (১৯৪১)। এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়, তাই তিনি এটির নামকরণ করে যেতে পারেননি। এ গ্রন্থের কবিতাগুলো তাঁর জীবনের শেষ সময়কালের লেখা এবং কয়েকটি কবিতা মুখে মুখে রচিত।
● শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘শেষ প্রশ্ন’ (১৯৩১) ও ‘শেষের পরিচয়' (১৯৩৯);
● রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা' (১৯২৯)।