Solution
Correct Answer: Option A
কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে বর্তমান সময়
পর্যন্ত চলছে বোঝাতে Present perfect tense হয়।
সময়ের পূর্বে preposition হিসেবে for/ since উভয়ই
নির্দেশ
বসে। তবে, Point of time (নির্দিষ্ট মুহুর্ত বা সময়)
করতে since বসে। যেমন- গত শুক্রবার/ গত সপ্তাহ/ দিন/
মাস/ বছর/ সকাল ৬ টা ইত্যাদি। আর period of time
এর পূর্বে for বসে। যেমন- দুই ঘণ্টা/ দিন/মাস/ বছর
ইত্যাদি। I have been living in Dhaka since 2000-
২০০০ সাল থেকে আমি ঢাকাতে বসবাস করে আসছি।