Input device কোনটি?

A মনিটর

B প্রিন্টার

C মাউস

D প্রসেসর

Solution

Correct Answer: Option C

কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে সেই কাজের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হয়। কম্পিউটারকে দেওয়া এই তথ্যকে ইনপুট (Input) বলা হয়।

যে সকল যন্ত্রের সাহায্যে কম্পিউটারকে ইনপুট প্রদান করা হয়, সেগুলোকে ইনপুট ডিভাইস (Input Device) বলা হয়। কিছু সাধারণ ইনপুট ডিভাইস হলো:
- Keyboard
- Mouse
- Scanner
- OMR (Optical Mark Reader)
- OCR (Optical Character Recognition)
- MICR (Magnetic Ink Character Recognition)
- Microphone
- Light Pen

কম্পিউটার ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণ শেষে যে ফলাফল প্রদান করে, তাকে আউটপুট (Output) বলা হয়। আর যে যন্ত্রের সাহায্যে এই আউটপুট দেখানো বা শোনানো হয়, সেগুলোকে আউটপুট ডিভাইস (Output Device) বলা হয়।

কিছু সাধারণ আউটপুট ডিভাইস হলো:
- Monitor
- Printer
- Projector
- Speaker

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions