কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে। সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা যায়?
Solution
Correct Answer: Option B
- সুইচ ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা যায়। নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের বিস্তার বেশি হলে Cable এর ভিতর দিয়ে প্রবাহিত Signal বেশ দুর্বল হয়ে পড়ে। একারণে প্রবাহিত Singal-কে পুনরায় শক্তিশালী এবং আরো অধিক দূরত্বে অতিক্রম করার জন্য repeater ব্যবহার করা হয়।
অন্যদিকে,
- রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে Data packet পৌঁছে দেয়।
- হাব একটি ডিভাইস যা কম্পিউটার নেটওয়ার্কের আওতায় সকল ডিভাইসকে কানেক্ট করে।
- ব্রিজ OSI মডেলের ডেটালিংক লেয়ারে একাধিক নেটওয়ার্ককে একত্রে সংযুক্ত করার কাজ করে।