আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?
Solution
Correct Answer: Option B
- আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হল আলজেরিয়া। এর আয়তন 2,381,741 বর্গ কিলোমিটার।
- আলজেরিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত এবং ভূমধ্যসাগর তীরবর্তী দেশ।
- আলজেরিয়ার উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে তিউনিসিয়া এবং লিবিয়া, দক্ষিণে নাইজার, মালি এবং মৌরিতানিয়া, পশ্চিমে মরক্কো এবং পশ্চিম সাহারা অবস্থিত।
- আলজেরিয়ার জনসংখ্যা 44.7 মিলিয়ন। দেশটির রাজধানী আলজিয়ার্স।
- আলজেরিয়ার অর্থনীতি তেল ও গ্যাস নির্ভর। দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল এবং গ্যাস উৎপাদনকারী দেশ।
- আলজেরিয়ার অন্যান্য প্রধান শিল্প হল কৃষি, খনিজ সম্পদ ও পর্যটন।
- আলজেরিয়ার ইতিহাস অনেক প্রাচীন। দেশটি বিভিন্ন সময়ে রোমান, ভ্যান্ডাল, আরব ও ফরাসিদের শাসন অধীনে ছিল। আলজেরিয়া 1962 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।