Solution
Correct Answer: Option C
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি মহাকবি কায়কোবাদ এর প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম মহাকাব্য ও সনেট রচয়িতা।
- তাঁর রচিত মহাকাব্য ‘মহাশ্মশান' (১৯০৪);
- কাব্যগ্রন্থ:
‘বিরহবিলাপ' (১৮৭০),
‘অশ্রুমালা (১৮৯৫),
‘মহরম শরীফ' (১৯৩২),
‘কুসুমকানন’ (১৮৭৩),
‘শিবমন্দির’ (১৯২১),
‘অমিয়ধারা (১৯২৩),
‘শ্মশানভস্ম' (১৯৩৮)।