কবি কায়কোবাদের প্রকৃত নাম কী ছিল?

A আব্দুল কাদির

B আব্দুল কবির

C কাজেম আল কুরায়শী

D মোজাম্মেল হক

Solution

Correct Answer: Option C

- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি মহাকবি কায়কোবাদ এর প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম মহাকাব্য ও সনেট রচয়িতা।
- তাঁর রচিত মহাকাব্য ‘মহাশ্মশান' (১৯০৪);
- কাব্যগ্রন্থ:
‘বিরহবিলাপ' (১৮৭০),
‘অশ্রুমালা (১৮৯৫),
‘মহরম শরীফ' (১৯৩২),
‘কুসুমকানন’ (১৮৭৩),
‘শিবমন্দির’ (১৯২১),
‘অমিয়ধারা (১৯২৩),
‘শ্মশানভস্ম' (১৯৩৮)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions