কোন শহরের লোকসংখ্যা ৫% হারে বৃদ্ধি পায়, বর্তমান লোকসংখ্যা ১,৮৫,২২০ হলে ৩ বছর পূর্বে লোকসংখ্যা কত ছিল?
A ১,৮১,৫০০
B ১,৮৩,৪৩৩
C ১,৬০,০০০
D ১,২৭,৭৮৩
Solution
Correct Answer: Option C
আমরা জানি,
C=P(1+r)n
⇒185220 = P(1+(5/100))3
=P (1+(1/20))3
=P × (21/20)3
⇒185220 = P × (21×21×21)/(20×20×20)
⇒ P= (185220 × 21×21×21)/(20×20×20)
⇒ P= 1,60,000
∴পূর্বের লোকসংখ্যা = ১,৬০,০০০ জন।