সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?
A লোহিত সাগর ও ভূমধ্যসাগর
B ভূমধ্যসাগর ও আরব সাগর
C লোহিত সাগর ও আরব সাগর
D ভূমধ্যসাগর ও ক্যাস্পিয়ান সাগর
Solution
Correct Answer: Option A
লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ
স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে ১৮৫৯ থেকে ১৮৬৯
সালের মধ্যে এক দশকে সুয়েজ খাল খনন করা হয়। খালটি
খননে মূল পরিকল্পনাকারী ফরাসি কুটনীতিক ফার্দিনান্দ দে
লেসেপস। ১৬৪ কি.মি. দীর্ঘ কৃত্রিম এ খালটিকে Highway
of india বলা হয়। সুয়েজ খাল লোহিত সাগর ও
ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর এশিয়া ও আফ্রিকাকে
পৃথক করেছে।